ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বড় জয়ে মৌসুম শুরু ডর্টমুন্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বড় জয়ে মৌসুম শুরু ডর্টমুন্ডের ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখের পর বুরুশিয়া ডর্টমুন্ডও মৌসুমের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। বুরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় রিউস-হামেলসরা।

কোচ ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হয়ে শুরুতেই সফলতা পান সাবেক জার্মান ডিফেন্ডার থমাস টাচেল।

নিজেদের মাঠে ১৫ মিনিটের মাথায় জাপানিজ স্ট্রাইকার সিঞ্জি কাগওয়ার অ্যাসিস্ট থেকে বুরুশিয়া ডর্টমুন্ডকে লিড এনে দেন মার্কো রিউস। ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামিয়াং।

খেলার ৩৩ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এমেরিকের পাস থেকে গোলটি করেন আর্মেনিয়ান  মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান। দ্বিতীয়ার্ধের পঞ্চাশ মিনিটে জার্মান তারকা রিউসের বাড়ানো বলে নিজের জোড়া গোল পূরণ করেন হেনরিখ। অন্যদিকে, মনশেনগ্লাডবাখ গোল করা তো দূরে থাক নিজেদের ডিফেন্স সামলাতেই রীতিমত হিমসিম খায়।

শেষ ৪০ মিনিটে রিউস-গুন্ডোজ‍ানরা আর গোলের দেখা পাননি। কিন্তু, যা হয়েছে তাতেই মন্দ কী! নির্ধারিত সময় শেষে তাই বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আটবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

এর আগে হাম্বার্গারকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নতুন মৌসুমে শুভ সূচনা করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।