ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

পোর্তোর হয়ে ক্যাসিয়াসের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
পোর্তোর হয়ে ক্যাসিয়াসের অভিষেক ছবি: সংগৃহীত

ঢাকা: নুতন ক্লাব পোর্তোর হয়ে অভিষেক ম্যাচেই দারুণ জয় পেয়েছেন ইকার ক্যাসিয়াস। মৌসুমের প্রথম লিগ ম্যাচে ভিতোরিয়া গিমারায়েসকে ৩-০ গোলে বিধ্বস্ত করে পোর্তো।



গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২৫ বছরের বন্ধন ছিন্ন করে পর্তুগালে পাড়ি জমান ক্যাসিয়াস। পর্তুগিজ জায়ান্টদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন ৩৪ বছর বয়সী এ স্প্যানিশ গোলরক্ষক।

পোর্তোর হয়ে প্রথম একাদশেই মাঠে নামেন ক্যাসিয়াস। খেলেন পুরো নব্বই মিনিট। বেশ কয়েকটি দুর্দান্ত সেভও করেন। দিনটিও মনে হয় ক্যাসিয়াসেরই ছিল। ক্যারিয়ারের নতুন অধ্যায়টা যে তিনি দারুণ জয় দিয়েই শুরু করলেন।

দলের হয়ে জোড়া গোল করেন ক্যামেরুনের তরুণ স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর (৮ ও ৬১ মিনিট)। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে তৃতীয় গোলটি আসে পর্তুগিজ স্ট্রাইকার সিলভেস্ট্রা ভ্যারেলার পা থেকে।

২৭ বারের চ্যাম্পিয়ন পোর্তোর পরবর্তী ম্যাচ মারিতিমোর বিপক্ষে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।