ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সাফ অনূর্ধ্ব-১৬

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ১৮ আগস্ট বিকেল ৫টায় ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।



রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে নেন রাহিম আলী।

মধ্য বিরতির আগ পর্যন্ত একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই শেষমেষ গোলের দেখা পায়নি।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলায় সমতা আনতে মরিয়া হয়ে ওঠে নেপাল। শেষ পর্যন্ত তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি। ফলে ১-০ গোলে ভারতের কাছে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে উঠেছিলো বাংলাদেশ। এবার ফাইনালেও মুখোমুখি হচ্ছে দল দুটি।

ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও ধারাবিবরণী সম্প্রচার করবে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এএএন/কেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।