ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সাদের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
সাদের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো লাল-সবুজের বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন সাদ।



নেপালে গত আসরে এই আফগানিস্তানকে হারিয়েই তৃতীয় হয়েছিল বাংলাদেশ। নিজেদের দেশে স্বাগতিক হিসেবে সাদ-আতিক-নিপু-শাওনরা জ্বলে উঠলে দিনটা যে বাংলাদেশেরই হবে সেটা নতুন করে আর বলতে হলো না।

প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার হাতছানি নিয়ে বাংলাদেশের কিশোর ফুটবলাররা মাঠে নামেন। খেলার প্রথম থেকেই আফগানদের ডি-বক্সে আক্রমণ চালাতে থাকে বাংলার দামালরা। তবে, প্রতিপক্ষের সীমানায় চানালো আক্রমণ থেকে গোলের দেখা মিলছিল না প্রথম ম্যাচে ৪-০তে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া লাল-সবুজের জার্সিধারীদের।

ম্যাচের ৩৫ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে অতিথিরা। তবে, গোলবারের অনেক ওপর দিয়ে বল মাঠের বাইরে মেরে বসেন আফগান ফুটবলার। রেফারির বিতর্কিত এ সিদ্ধান্তের পরও এ যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষে মাঠে নেমে প্রথমার্ধ শেষে বাংলাদেশের কিশোররা কোনো গোল আদায় করে নিতে পারেননি। দ্বিতীয়ার্ধে নেমেই আফগানদের চেপে ধরে খেলতে থাকে সাদ-শাওন-নিপু-ফাহিম-আতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। সতীর্থ ফুটবলারের হেড থেকে পাওয়া বলে প্রতিপক্ষের ডি-বক্সে দাঁড়িয়ে ডানপায়ের জোরালো শটে আফগানিস্তানের জালে বল জড়িয়ে দেন সাদ উদ্দিন। ফলে ১-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের বাংলাদেশ।

৭৩ মিনিটে আবারও আফগানদের জালে বল জড়ায়। তবে, অফসাইটের কারণে বাতিল হয়ে যায় গোলটি।

৮৭ মিনিটের মাথায় বাংলাদেশ আরেকবার গোল বঞ্চিত হয়। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে হেড করেন বদলি খেলোয়াড় রনি। তার হেডটি আফগানিস্তানের গোলবারের ওপরে লেগে বাইরে বেরিয়ে যায়। অল্পের জন্য দ্বিতীয় গোল হজম থেকে রক্ষা পায় অতিথিরা।

ম্যাচ শেষের দুই মিনিট আগে আফগানদের হতাশায় ডোবান বাংলাদেশের গোলরক্ষক ফয়সাল। অসাধারণ এক সেফ করে দলের জয়ে তিনিও ভূমিকা রাখেন।

ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে সাদের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের দু’টি ম্যাচেই দাপটের সঙ্গে জিতে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

টুর্নামেন্ট শুরুর আগেই ধাপে ধাপে এগুনোর প্রত্যয় ছিল কোচ এবং অধিনায়কের কন্ঠে। কথার কোনো হেরফের হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমআর

** ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
** দর্শকের ঢল সিলেট স্টেডিয়ামে
** সাদের গোলে এগিয়ে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।