ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারালো ম্যানসিটি ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির ম্যানচেস্টার সিটি। হোসে মরিনহোর চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানসিটি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ গোলে হারায় ম্যানসিটি।

ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক হয়ে মাঠে নামে ম্যানসিটি। দলের হয়ে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরো, দলপতি ভিনসেন্ট কোম্পানি আর ব্রাজিল তারকা ফার্নান্দিনহো।

উত্তেজনায় ভরপুর ম্যাচে জমে উঠা লড়াইয়ে ৩১ মিনিটে ম্যানসিটি গোল উৎসবে মাতে। ইয়াইয়া তোরের অ্যাসিস্ট থেকে গোল করেন আগুয়েরো। বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টাইন তারকা গোল করলে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে পিছিয়ে থেকে বিরতিতে যায় অতিথি হিসেবে খেলতে নামা চেলসি।

বিরতির পর আবারো আক্রমণাত্মক ফুটবলে এগুতে থাকে ম্যানসিটি। তবে, পাল্টা আক্রমণে খেলতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও। ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কোম্পানি। ডেভিড সিলভার অ্যাসিস্ট থেকে হেড করে দলের দ্বিতীয় গোল আদায় করেন তিনি। আর ৮৫ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন ফার্নান্দিনহো। এবারো গোলের যোগানদাতা সিলভা।

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্টব্রুমকে ৩-০ ব্যবধানেই হারিয়েছিল ম্যানসিটি। আর লিগের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় চেলসিকে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।