ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ভবিষ্যতের সেরা রাইট-ব্যাক ব্রাজিলিয়ান দানিলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ভবিষ্যতের সেরা রাইট-ব্যাক ব্রাজিলিয়ান দানিলো দানিলো / ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো স্বদেশী দানিলোকে ভবিষ্যতে বিশ্বের সেরা রাইট-ব্যাক হিসেবে দেখছেন। পোর্তো থেকে এ মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লেখান দানিলো।

আর ২০১৩ সাল থেকে রিয়ালের হয়ে খেলছেন ক্যাসিমিরো।

রিয়ালের রাইট-ব্যাকের দায়িত্ব পালন করা দানি কারভাজালকে কিছুটা বিশ্রামে রাখার জন্য নতুন মৌসুমে দলের কোচ রাফা বেনিতেজ দানিলোকে দলে ভেড়ান। শুরুর একাদশে মাঠে কে নামবেন তা বেনিতেজের উপর নির্ভর করলেও ক্যাসিমিরো জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্টরা দানিলোকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে।

ব্রাজিল তারকা ক্যাসিমিরো ক্লাবের ওয়েবসাইটে জানান, দানিলো এমন একজন ফুটবলার যাকে বলে দিতে হয় না, তার দায়িত্ব কি। সে নিজে থেকেই বুঝতে পারে দল তার কাছে কি চায়। রিয়াল তাকে দলে নিয়ে ভালো করেছে। কারণ সে বিশ্বের অন্যতম একজন রাইট-ব্যাক ফুটবলার। আমি নিশ্চিত যে, তাকে দলে নিয়ে রিয়ালের দশ বছর আর কোনো রাইট-ব্যাক নিতে হবেনা।

দানিলো প্রসঙ্গে ক্যাসিমিরো আরও যোগ করেন, সে পোর্তোতে থাকা অবস্থায় তার সেরাটা দেখিয়েছে। নিজেকে প্রমাণ করেই রিয়ালের মতো দলে জায়গা করে নিয়েছে দানিলো। সে ব্রাজিল জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড় হয়ে উঠছে। এসব কিছুই তার দারুণ পারফর্মের ফল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।