ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

যুগ্মভাবে শীর্ষে জুয়েল ও অভিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
যুগ্মভাবে শীর্ষে জুয়েল ও অভিক

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ‘ওয়ালটন অ্যামেচার রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫’ এর অষ্টম রাউন্ডের খেলা শেষে জুয়েল খান ও অভিক সরকার যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। প্রত্যেকে ৭ পয়েন্ট করে নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।



সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে চারজন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন মতিউর রহমান মামুন, মোঃ শফিকুল ইসলাম, নাসির উদ্দিন মাহমুদ ও মোঃ আমিনুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় জুয়েল মোহাম্মদ ইব্রাহীম হোসেনকে, অভিক শওকত বিন ওসমানকে, মামুন হাবিবুর রহমান সোহেলকে, আমিন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে, শফিক ইব্রাহীম পারভেজকে ও নাসির সায়মন সিদ্দিকুর রহমানকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।