ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২৫ লাখ টাকা বোনাস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২৫ লাখ টাকা বোনাস ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: মান্যবর প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়াচক্র রানার্স আপ হয়েছে। এ কারণে শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান দলটিকে ২৫ লাখ টাকা বোনাস দিয়েছেন।



সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহানের সঙ্গে ট্রফিসহ দেখা করেন শেখ রাসেল ফুটবল দলের সদস্যরা।

এ সময় সায়েম সোবহান খেলোয়াড়দের উদ্দেশে বলেন, রানার্স আপ হওয়ার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। তবে পরবর্তী মৌসুমে আমি চাই, শেখ রাসেল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হোক।

তিনি বলেন, তবে ক্লাবের চেয়ারম্যান হিসেবে আমি মনে করি, ধাপে ধাপেই এগুনো উচিত। এটাই উন্নতির প্রথম ধাপ। তাই, ক্লাবের জন্য আমার পক্ষ থেকে ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করছি।

এ সময় ক্লাবটির ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল, ডিরেক্টর ইন-চার্জ ইসমত জামিল আকন্দ, ক্লাবের দুই পরিচালক, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিসিবি পরিচালক ও শেখ রাসেল ক্লাবের পরিচালক নাইমুর রহমান দুর্জয়, ক্লাবের পরিচালক সালেহ জামান সেলিম, পরিচালক খাজা শাহাদাত উল্লাহ রানাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়বও উপস্থিত ছিলেন।

পরে সবাই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহানের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ইয়া/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।