ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

শিরোপার স্বপ্নে মাঠে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
শিরোপার স্বপ্নে মাঠে বাংলাদেশ ছবি: সংগৃহীত

সিলেট: শিরোপা জয়ের স্বপ্ন পূরণে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়।

সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।

ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হারায় বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। তাই ফাইনালেও ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা নিজেদের করে নিতে চায় গোলাম জিলানীর শিষ্যরা।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গত দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল নেপালে। দুটি আসরেই বাংলাদেশের কিশোররা সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে। ২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। পরের আসরে (২০১৩ সালে) সাত দলের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশের কিশোররা।

এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পরে গ্রুপ পর্বের শেষ খেলায় ভারতকে হারায় ২-১ গোলের ব্যবধানে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। সেমিতে আফগানিস্তানকে ১-০ গোলে পরাজিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

এক যুগ আগে সাফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০০৩ সালের পর সাফের আরেকটি শিরোপা এনে দিতে প্রস্তুত অনূর্ধ্ব-১৬’র ফুটবলাররা।

বাংলাদেশ স্কোয়াড: মো. শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোরশেদ, মো. হৃদয়, মো. শাওন, ইমন খাঁন, সাদ উদ্দিন, ফয়সাল আহমদ, মো. আতিকুজ্জামান, জাহাঙ্গির আলম সজিব, মো. খলিল ভূঁইয়া ও মো. মোস্তাজিব খাঁন।
 
ভারত স্কোয়াড: প্রভুসুখান সিং (অধিনায়ক), মো. সাকলাইন খাঁন, আজিন টম, মো. রাকিপ, জিয়াংচু রঙমেই, মো. শাহজাহান, অময় অভিনাশ, রাহিম আলী, অভিজিৎ সরকার, জেরেরমাই লালদিনপুইয়া ও আর আইমল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এএএন/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।