ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

রিয়ালের আরেকটি শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
রিয়ালের আরেকটি শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: সফলভাবেই প্রাক-মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ। লা লিগার নতুন মৌসুমে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও দারুণ জয় পেয়েছে গ্যালাকটিকোরা।

প্রীতি ম্যাচে গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়ে ২৫ বারের মতো সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

বার্নাব্যুতে খেলা শুরুর ১৭ মিনিটে লুকা মডরিচের কর্ণার কিক থেকে হেডে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। এ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো কোনো গোলের দেখা পাননি। পর্তুগিজ তারকা কয়েকটি সুযোগ পেলেও অফসাইডের ফাঁদে পড়ে গোল বঞ্চিত হন।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সমতায় ফেরে তুর্কী ক্লাব গালাতাসারাই। ডি-বক্স সীমানায় বাম পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার। ১-১ সমতায় যখন ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছিল তখনই মার্সেলো ম্যাজিক।

৮১ মিনিটে এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার যে গোলটি করেন তা ছিল সত্যিই অসাধারণ। ডি-বক্সের বাম প্রান্ত দিয়ে তিনজন খেলোয়াড়কে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করেন ২৭ বছর বয়সী এ লেফট ব্যাক। রেফারি শেষ বাঁশি বাজানোর পর রোনালদো-মার্সেলোদের উচ্ছ্বাসের সঙ্গে পুরো গ্যালারি যেন উৎসবে মাতে।

এর আগে অস্ট্রেলিয়া ও চীনে প্রীতি ক্লাব টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শিরোপা জেতে রাফা বেনিতেজের শিষ্যরা। অন্যদিকে, জার্মানিতে অডি কাপের শিরোপা জেতার কাছাকাছি গিয়েও খালি হাতে ফেরে ইস্কো-টনি ক্রুস-মডরিচ-রদ্রিগেজরা। ফাইনালে শেষ মুহুর্তে রবার্ট লেভানডফস্কির গোলে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক বায়ার্ন মিউনিখ।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।