ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

পিকের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
পিকের দুঃখ প্রকাশ ছবি: সংগৃহীত

ঢাকা: জেরার্ড পিকে লাল কার্ড দেখার পরই বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যটা ভেস্তে যায়। অনায়াসেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নেয় অ্যাথলেতিক বিলবাও।

তবে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।

নিজের টুইটার অ্যাকাউন্টে পিকে উল্লেখ করেন, ‘রেফারি ও সহকারী রেফারির সঙ্গে আমার আচরণ অসঙ্গত ছিল। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। ওই ম্যাচটি নিয়ে খুবই চিন্তিত ছিলাম। যার কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। যাই হোক, ব্যক্তিগতভাবে আমি তাকে অপমান করিনি। আমি শুধু তার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি। ’

ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে সমীকরণটা এমন ছিল যে, শিরোপা জিততে হলে বার্সাকে ৫-০ গোলে জিততে হবে। এমন কঠিন ম্যাচে একজন যদি লাল কার্ড দেখে মাঠ ছাড়ে তাহলে তো লক্ষ্যটা এক প্রকার দুরূহ হয়ে পড়ে। হয়েছেও তাই। ১-১ সমতায় থেকে দুই লেগ মিলে ৫-১ গোলের দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করে বিলবাও।

ম্যাচের ৫৫ মিনিটে অফ সাইড না দেওয়ায় সাইডলাইনে থাকা লাইন্সম্যানের ওপর ক্ষিপ্ত হন পিকে। তার সঙ্গে রীতিমত বাকবিতন্ডায় জড়ান ২৮ বছর বয়সী এ ডিফেন্ডার। পরে ম্যাচ রেফারি ভেলাসকো কারবাল্লোর সঙ্গেও তর্কে জড়ালে পিকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ওই সময়ে ১-০ গোলে এগিয়ে থাকা বার্সা আর গোলের দেখা পায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।