ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

বার্সাকে কাঁদানো বিলবাওয়ের ব্যাপক উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বার্সাকে কাঁদানো বিলবাওয়ের ব্যাপক উদযাপন ছবি: সংগৃহীত

ঢাকা: এ যেন লিগ শিরোপা বা চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন। পুরো শহর জুড়ে হাজারো সমর্থদের উল্লাস।

খোলা বাসে চড়ে ফুটবলাররা বীরের বেশে ট্রফি হাতে। হ্যা, বলছি অ্যাথলেটিক বিলবাওয়ের কথা। যারা স্প্যনিশ সুপার কাপে বার্সেলোনাকে হারিয়ে ৩১ বছর পর কোন শিরোপা ঘরে তুললো।

ট্রেবল জয়ী বার্সার বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে জয় পায় বিলবাও। সে ম্যাচে আকাশে উড়তে থাকা লুইস এনরিক শিষ্যদের মাটিতে নামায় বিলবাও।

এ শিরোপা জিততে হলে কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অন্তত ৫-০ গোলে জয় পেতে হতো। তবে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় ৫-১ ব্যবধানের অ্যাগ্রিগেটে নিয়ে বিজয় উল্লাস করে বিলবাও।

এর ‍আগে কোপা দেল রে’র ফাইনালে বিলবাওকে হারিয়ে গত মৌসুমের ট্রেবল জয়ে এগিয়েছিল লিওনেল মেসিরা। আর মে মাসে কিংস কাপের ফাইনালেও দলটিকে ৩-১ ব্যবধানে হারায় বার্সা।

এছাড়া বিলবাও ১৯৭৭ ও ২০১২ সালে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। তবে ইউরোপের দ্বিতীয় সারির ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত এ আসরে প্রথমবার জুভেন্টাস ও দ্বিতীয়বার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারে দলটি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।