ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

আরও স্বার্থপর হতে চান ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরও স্বার্থপর হতে চান ওজিল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালের হয়ে মাঠে খেলার সময় আরও স্বার্থপর হতে চান জার্মানির তারকা উইঙ্গার মেসুত ওজিল। নিজের ফুটবল ক্যারিয়ারকে আরও বেশি সমৃদ্ধ করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।



বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সুপারস্টার ওজিল ২০১৩ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে গানারদের হয়ে নাম লেখান। রেকর্ড সাড়ে ৪২ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্লাবে যোগ দেন ওজিল। গত দুই মৌসুমে আর্সেনালের হয়ে তিনি খেলেছেন ৭৫ ম্যাচ। সেখানে তার গোলসংখ্যা মাত্র ১২টি।

সাবেক ক্লাব রিয়ালের হয়ে ১৫৯ ম্যাচ খেলা ওজিল বলেন, আমি আরও একটু স্বার্থপর হলে আমার ক্যারিয়ারে আরও কিছু গোল যোগ হতো।

ইংলিশ প্রিমিয়ারের ৫১ ম্যাচে ওজিল সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি। ২৬ বছর বয়সী কণ্ঠে আক্ষেপ নিয়ে বলেন, গত দুই মৌসুমের থেকে এবার আমি আর্সেনালের হয়ে আরও বেশি গোল করতে চাই। এ মৌসুমে এটাই আমার প্রথম এবং প্রধান লক্ষ্য। আর সেজন্য প্রথমেই আমাকে স্বার্থপর হতে হবে। তাহলেই গোলের সংখ্যা বাড়াতে পারব।

তবে, স্বার্থপর হতে চাইলেও সেটি ক্লাবের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না বলে জানান ক্লাব ক্যারিয়ারে ৩৫৮ ম্যাচ খেলা ওজিল। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এমন একজন ফুটবলার সব সময় দলের কথাই আগে চিন্তা করি। নিজের খেলার থেকে দলকে এগিয়ে রাখি। দলের ভালোর জন্য শুধু অ্যাসিস্ট করলেই হবে না, নিজেকে গোলও করতে হবে। আর আমি সেভাবেই এগুতে চাই।

নতুন মৌসুমে আর্সেনাল এখন পর্যন্ত খেলেছে তিনটি ম্যাচ। ওজিলের ক্লাবটি একটি ম্যাচ হেরেছে আর একটি ম্যাচ ড্র করে। বাকী ম্যাচটিতে জয় পাওয়ায় চার পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।