ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

মাগুরায় স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
মাগুরায় স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় ৪৪তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় পুলিশ লাইন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।



জেলা শিক্ষা কর্মকর্তা ফজলে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ।

জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি মাগুরা জেলা শাখার আয়োজনে দুই দিনব্যাপী জেলার ৪টি উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।