ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

চার ম্যাচের নিষেধাজ্ঞায় পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
চার ম্যাচের নিষেধাজ্ঞায় পিকে ছবি : সংগৃহীত

ঢাকা: জেরার্ড পিকের অনুপস্থিতে আগামী চার ম্যাচ বার্সেলোনাকে খেলতে হবে। কারণ স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন এ ডিফেন্ডার।

পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে এই নিষেধাজ্ঞা দেয়।

সে ম্যাচে লাইনসম্যানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন পিকে। পরে ম্যাচ শেষে রেফারি জানান তার সহযোগীকে খারাপ ভাষায় গালি দিয়েছেন পিকে। আর এর জন্য তার চার থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে।

এ নিষেধাজ্ঞার ফলে পিকে বার্সার হয়ে লা লিগায় বিলবাও, মালাগা, অ্যাথলেটিকো মাদ্রিদ ও লেভান্তের বিপক্ষে খেলতে পারবেন না। ২৩ সেপ্টেম্বর লেভান্তের বিপক্ষে ম্যাচের ফিরতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএমএম

** পিকের দুঃখ প্রকাশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।