ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউতে আসছেন রুশ তারকা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
ম্যানইউতে আসছেন রুশ তারকা! ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের দুই জায়ান্ট দল চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের যুদ্ধে জয়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তারকা স্ট্রাইকার পেদ্রোকে নিয়ে যুদ্ধে নামে ইংলিশ দুই ক্লাব।

বার্সা তারকাকে হারিয়ে এবার ম্যানইউ দলে ভেড়াতে যাচ্ছে রাশিয়ান উঠতি তারকা আলেকজান্ডার কোকোরিনকে।

ম্যানই‌উ কোচ লুইস ফন গাল মৌসুমের শুরু থেকেই একজন ভালো মানের স্ট্রাইকারকে দলে রাখতে চেয়েছিলেন। ইংলিশ প্রিমিয়ার শুরু হয়ে গেলেও এখনও ফন গাল তার লক্ষ্য পূরণ করতে পারেননি। ফলে, কাতালান তারকা পেদ্রোকে টানতে চেয়েছিলেন। গত মৌসুমের ট্রেবল জয়ীকে না পেয়ে এবার তিনি রুশ তারকা কোকোরিনকে দলে চাচ্ছেন। কিন্তু, এজন্য টটেনহামের সঙ্গে লড়তে হচ্ছে ম্যানইউকে।

ডাইনামো মস্কোর হয়ে খেলা ২৪ বছর বয়সী কোকোরিন রাশিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন ৩২ ম্যাচ। তবে, ক্লাবের হয়ে খেলেছেন ১৯৩ ম্যাচ। দেশের জার্সি গায়ে ব্রাজিল বিশ্বকাপের আসরেও খেলেছেন কোকোরিন।

শুধু পেদ্রো নয়, সাউদাম্পটনের ফরোয়ার্ড সাদিও মানেকেও দলে ভেড়াতে পারেনি রেড ডেভিলসরা। কথা চালিয়ে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফরোয়ার্ড থমাস মুলারের সঙ্গে। তবে, শেষ খবর পর্যন্ত জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এখনও রাজী হয়নি মুলারকে ছাড়তে।

নতুন মৌসুমে চুক্তিবদ্ধ করা নেদারল্যান্ডসের স্ট্রাইকার ম্যাম্ফিস ডিপাইয়ের সঙ্গে আক্রমণভাগের শক্তি বাড়াতে অক্টোবর থেকে রুশ তারকা কোকোরিনকে রেড ডেভিলসদের প্রথম স্কোয়াডে দেখা যেতে পারে বলে ইংলিশ সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।