ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

র‌্যাংকিংয়ে শীর্ষে সাইনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
র‌্যাংকিংয়ে শীর্ষে সাইনা

ঢাকা: জাকার্তায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেলেও ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর জায়গাটি ছিনিয়ে নিয়েছেন ভারতের তারকা সাইনা নেওয়াল। নারী এককের সর্বশেষ বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠেছেন ২৫ বছর বয়সী সাইনা।



বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) তাদের এক বিবৃতির মাধ্যমে সাইনার শীর্ষস্থান নিশ্চিত করে।

এক নম্বরে উঠার খবরে সাইনা বলেন, ব্যাডমিন্টনের এক নম্বরে উঠতে পেরে আমি খুবই খুশি। এটা কোনো সহজ কাজ ছিলনা। কঠিন মুহূর্তগুলো পার করে আর অনেক ত্যাগ স্বীকার করে আমি এ স্থানে পৌঁছেছি। আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল।

ভারতের এ ব্যাডমিন্টন তারকা ২০১২ সালে লন্ডনের অলিম্পিক নারী এককের শিরোপা জিতেছেন। ২০১০ সালে জিতেছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ। ইনচনে অনুষ্ঠিত ২০১৪’র এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হন সাইনা। জিতেছেন কমনওয়েলথ গেমস, ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।