ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

মরিনহোর জন্যই চেলসিতে পেদ্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
মরিনহোর জন্যই চেলসিতে পেদ্রো ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারত পেদ্রো রদ্রিগেজের নতুন ঠিকানা। কিন্তু মুহূর্তেই সব ওলটপালট।

ম্যানইউকে দর্শক বানিয়ে পেদ্রোকে দলে ভিড়িয়েছে চেলসি। তবে এর পেছনে হোসে মরিনহোর অবদানটাই বেশি। স্প্যানিশ তারকা নিজেই এমনটি জানিয়েছেন।

বার্সেলোনা থেকে ত্রিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমান পেদ্রো। বার্সার মূল দলের হয়ে সাত বছরের ক্যারিয়ারে ২০টি শিরোপা জেতেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। নতুন ক্লাবে তিনি সতীর্থ হিসেবে স্বদেশী দিয়েগো কস্তা, সেস ফ্যাব্রিগাস ও সিজার আজপিলিকুয়েতাকে পাচ্ছেন।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে পেদ্রো উল্লেখ করেন, ‘চেলেসিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। মরিনহোর কারণেই আম‍ার এখানে আসা। তিনি আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন, টিমের শক্তি বাড়ানোর জন্য আমাকে তার প্রয়োজন। ’

মরিনহোর অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন পেদ্রো। ‘মরিনহো যেখানেই কোচিং করিয়েছেন সেখানেই ট্রফি জিতেছেন। তার অধীনে খেলতে তর সইছে না। আশা করছি, নতুন ক্লাবের হয়ে অনেক ট্রফি জিতব। ’

চেলসিতে যোগ দেওয়ার পেছনে আরেকটি কারণ উল্লেখ করেন পেদ্রো। ‘আমি ফ্যাব্রিগাসের সঙ্গে কথা বলেছি। আমরা দুজন খুবই ভালো বন্ধু। অ‍ামি জানতাম যে, নিজ বাসায় যেমনটি ছিলাম এখানে এসে সেরকমই অনুভব করব। চেলসিতে যোগ দেওয়ার পেছনে এটি অন্যতম প্রধান কারণ। ’

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।