ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউর আগ্রহে অভিভূত মুলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
ম্যানইউর আগ্রহে অভিভূত মুলার ছবি: সংগৃহীত

ঢাকা: থমাস মুলারকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরো দিতেও কার্পণ্য করবে না ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অর্থ দিয়েই কী সব হয়! দলবদলের বাজারে শুরু থেকেই জার্মান তারকার ওপর দৃষ্টি রাখছে রেড ডেভিলসরা।

তবে মুলারের বায়ার্ন মিউনিখ ছাড়ার নিশ্চিত কোনো সম্ভাবনাই এখন পর্যন্ত নেই।

অবশ্য, একদিক থেকে ম্যানইউর ভূমিকায় অভিভূত মুলার। নিজের চাহিদা দেখেই উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী এ স্ট্রাইকার। একশ মিলিয়ন ইউরো তো আর চারটি খানি কথা নয়। গ্যারেথ বেল এ পরিমান অর্থের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সবচেয়ে দামি ফুটবলার হওয়া রেকর্ড গড়েছিলেন। মুলারের বেলায় এমনটি ঘটবে কিনা তা সময়েই বলে দেবে।

জার্মানির একটি টেলিভিশন শোতে মুলার বলেন, ‘এটা আসলে অনেকটা বাড়াবাড়ি পর্যায়েই চলে গেছে। আমার জন্য একশ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি সত্যিই অবিশ্বাস্য। আমি এতে বেশ স্বচ্ছন্দ বোধ করছি। ’ উল্লেখ্য, ক্লাব বদল নিয়ে কোনো মন্তব্য করেননি মুলার।

এ মৌসুমে বায়ার্নের তৃতীয় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মুলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মধ্যে কোনো পরিবর্তন নেই। আমি এখানেই বেড়ে উঠেছি। এমনিতেই দলের প্রতি আমি দায়িত্বশীল। অধিনায়কের আর্মব্র্যান্ড কে পেল তা গুরুত্বপূর্ণ নয়। মাঠে সবাই নিজেদের সেরাটা দিয়েই খেলে। ’

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।