ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ডি মারিয়ার অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
ডি মারিয়ার অপেক্ষা বাড়ল ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমানোর পর এখনো মাঠেই নামা হয়নি অ্যাঙ্গেল ডি মারিয়ার। নতুন ক্লাবের হয়ে তার অভিষেকের অপেক্ষাটাও আরেকটু বাড়ল।

ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে তৃতীয় ম্যাচেও দর্শক ভূমিকায় থাকবেন ২৭ বছর বয়সী এ আর্জেন্টা‍ইন মিডফিল্ডার। কোচ লঁরা ব্লাঁ সেরকম ইঙ্গিতই দিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতেই মন্টপেলিয়ারের মুখোমুখি হবে পিএসজি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায়।

শুধু ডি মারিয়াই নন, জ্লাতান ইব্রাহিমোভিচ ও ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও এ ম্যাচে খেলতে পারছেন না। মূলত হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে ডি মারিয়া। হাঁটুর ইনজুরি অনেকটাই কাটিয়ে উঠেছেন সুইডিশ তারকা ইব্রা। নতুন করে হিপের (নিতম্ব) ইনজুরিতে ভুগছেন ভেরাত্তি। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লরা ব্লাঁ বলেন, ‘ডি মারিয়ার স্কোয়াডে থাকার সম্ভাবনা ছিল। কিন্তু, ফিটনেসে সমস্যা থাকায় তাকে ছাড়াই আমরা মন্টপেলিয়ারে যাচ্ছি। ’

এর আগে মৌসুমের প্রথম দুই ম্যাচে লিলি ও গাজেলেক আজাচিকের বিপক্ষে ছিলেন না সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়া। তবে দুই ম্যাচেই কাঙ্ক্ষিত জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।