ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জুভেন্টাসে ব্রাজিলিয়ান সান্দ্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
জুভেন্টাসে ব্রাজিলিয়ান সান্দ্রো ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে চুক্তি করলেন ব্রাজিলিয়ান অ্যালেক্স সান্দ্রো। পাঁচ বছরের জন্য ইতালির চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন সান্দ্রো।



২৪ বছর বয়সী ব্রাজিলের লেফটব্যাক সান্দ্রো দেশের জার্সি গায়ে খেলেছেন ৬টি ম্যাচ। তবে, পর্তুগালের ক্লাব পোর্তোর হয়ে ২০১১ সালে নাম লিখিয়ে খেলেছেন ১৩৭ ম্যাচ। এর আগে খেলেছেন সান্তোসের হয়ে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট জুভেন্টাস সান্দ্রোকে পোর্তো থেকে নিতে খরচ করে ২৬ মিলিয়ন ইউরো।

সিরি আ চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারবেন জানিয়ে সান্দ্রো বলেন, আমি খুবই খুশি এবং আত্মবিশ্বাসী। দলের অনুশীলন মাঠে আর ম্যাচে নামার জন্য অপেক্ষা করতে পারছি না। এতোবড় একটি দলে সুযোগ পেয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। ক্লাবের সফলতার জন্য আমি শতভাগ উড়াড় করে দিতে চেষ্টা করব।

গত মৌসুমে জুভিদের কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি তার শিষ্যদের ৩-৫-২ এবং ৪-৩-১-২ ফরমেশনে খেলিয়েছে। এ প্রসঙ্গে লেফটব্যাকে খেলা সান্দ্রো বলেন, আমি জানি আল্লেগ্রি আমাকে নিয়ে কি ভাবছেন। আমি তিনজনের পেছনে অথবা চারজনের পেছনেও খেলতে পারি। সুতরাং আমাকে তিনি যেখানেই খেলাতে চাইবেন আমি সেখানেই খেলতে প্রস্তুত।

পোর্তোর হয়ে দুইবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতা সান্দ্রো ২০১২ সালের পর থেকে ব্রাজিল জাতীয় দলে ঠাঁই পাননি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে হেরে শিরোপা খোয়ানোর পাশাপাশি ট্রেবল শিরোপা হাতছাড়া হওয়া জুভেন্টাসে তিনি সতীর্থ হিসেবে পাবেন মারিও মান্দজুকিচ, পাওলো দাইবালা, সামি খেদিরা, রবার্তো পেরেইরার মতো তারকাদের।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।