ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

ইতালির হয়ে অ্যান্তোনিওর চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
ইতালির হয়ে অ্যান্তোনিওর চুক্তি নবায়ন ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ের ১৬তম স্থানে থাকা ইতালির কোচ হিসেবে অ্যান্তোনিও কোন্তেকে রেখে দিচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন চুক্তিতে অ্যান্তোনিও ২০১৬’র ইউরো পর্যন্ত আজ্জুরিদের হয়ে কাজ করবেন।



ইতালি ফুটবল এসোসিয়েশনের (আইএফএ) প্রধান কার্লো তাভেশিয়ো চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাজিল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে থাকা ইতালি সিজার প্রানদেল্লির অধীনে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায়। তবে, নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ১-০ গোলের ব্যবধানে কোস্টারিকা আর উরুগুয়ের বিপক্ষে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয়। দলের বাজে পারফর্মের কারণে পদত্যাগ করেন প্রানদেল্লি।

তার স্থলাভিষিক্ত হয়ে অ্যান্তোনিও বিশ্বকাপের পর নিজের প্রথম ম্যাচে ইতালিকে জয় পাইয়ে দেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তার শিষ্যরা ২-০ গোলের জয় তুলে নেয়। তার অধীনেই ১৯৩৭ সালের পর প্রথমবারের মতো নরওয়েকে ২-০ গোলে হারায় ইতালি। এরপর জয় পায় বুলগেরিয়ার বিপক্ষেও।

কোন্তে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। এ সময় তার অধীনেই টানা তিন বার সিরি ‘আ’র শিরোপা ঘরে তোলে জুভিরা। জুভেন্টাসকে ২০১১-১৪ সাল পর্যন্ত কোচিং করানো ৪৬ বছর বয়সী অ্যান্তোনিও প্রসঙ্গে আইএফএ প্রধান তাভেশিয়ো বলেন, অ্যান্তোনিওর মতো সেরা কোচ আমি দেখিনি। তাকে দলের সঙ্গে ২০১৬ সাল পর্যন্ত রাখতে চাই। বিশেষ করে ২০১৬’র ইউরো পর্যন্ত তাকে ইতালির দায়িত্ব দিয়ে আমরা চুক্তি করেছি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।