ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

সেমিতে জকোভিচ-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
সেমিতে জকোভিচ-ফেদেরার

ঢাকা: সিনসিনাটি টেনিস মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ও রজার ফেদেরার। সেমি নিশ্চিত করতে জকোভিচক হারিয়েছেন স্ট্যান ওয়ারিঙ্কাকে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফেদেরার জয় পেয়েছেন ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে।



বিশ্ব টেনিসের বর্তমান এক নম্বর তারকা জকোভিচ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওয়ারিঙ্কার বিপক্ষে হেরেছিলেন। প্রতিশোধের ম্যাচে তিনি ৬-৪, ৬-১ গেমে পরাজিত করেন সুইস তারকা ওয়ারিঙ্কাকে। সেমিতে তার প্রতিপক্ষ হিসেবে থাকবেন ইউক্রেনের আলেক্সান্ডার ডোলগোপোলভ।

এদিকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ফেদেরার ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ফেলিসিয়ানো লোপেজকে। ফেদেরার উইম্বলডনের ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলেননি।

স্প্যানিস তারকা লোপেজকে হারিয়ে ছয় বারের চ্যাম্পিয়ন ফেদেরার বলেন, আমি খুব খুশি সেমিতে উঠতে পেরে। জানিনা কি করে ছুটি শেষে আর অনুশীলন ছাড়াই আমি এ টুর্নামেন্টের সেমিতে উঠলাম। সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমার ক্যারিয়ারে আরও কিছু পয়েন্ট যোগ হয়েছে। জয়টা আমি উপভোগই করছি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।