ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

শিষ্যদের খেলায় অখুশি মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
শিষ্যদের খেলায় অখুশি মরিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমের শুরুটা মোটেই ভালো হলো না চেলসির। সেই সঙ্গে দলের কোচ হোসে মরিনহোর সুনাম ও খ্যাতি মাটিতে নেমে গেল।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এবারে দুটি ম্যাচ খেললেও এখনও কোন জয়ের দেখা পায়নি।

২০২৫-১৬ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্লুজদের ২-২ গোলে রুখে দেয় মাঝারিমানের দল সোয়ানসি সিটি। আর গত সপ্তাহে মরিনহোর শিষ্যরা হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হারে।

দলের এমন পারফরম্যান্সের পর স্পেশাল ওয়ান খ্যাত পর্তুগিজ মরিনহো জানিয়েছেন, তিনি কয়েকজন ফুটবলারের পারফর্মে খুশি না।

মরিনহো বলেন, ‘আমি ব্রানিস্লাভ ইভানোভিচ থেকে শুরু করে গ্যারি কাহিল, জন টেরি, সেজার আজপিলিকুয়েটা, এডেন হ্যাজার্ড, সেস ফেব্রিগাস ও নেমানজা মাতিকের পারফর্মে খুশি নই। ’

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরো বলেন, ‘আমি নিজের প্রতিও বিরক্ত। কারণ দল আরো ভালো পারর্ফম করতে পারতো। ’

২৩ আগস্ট নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে মাঠে নামবে চেলসি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।