ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

জয়ের ধারায় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
জয়ের ধারায় বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অবশ্য, ঘরের মাঠে হাম্বার্গারকে ৫-০ গোলে বিধ্বস্ত করলেও হফেনহেইমের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তের গোলে বাভারিয়ানদের শেষ রক্ষা হয়।

২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও অক্ষুন্ন রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

নিজেদের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রায় রুখেই দিয়েছিল হফেনহেইম। ম্যাচের ৭৩ মিনিটে জার্মান ডিফেন্ডার জেরম বোয়েটেং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বায়ার্ন। কিন্তু, নব্বই মিনিটের মাথায় মারিও গোতজের পাস থেকে লেভানডফস্কির গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মুলার-ভিদালরা।

এর আগে খেলা শুরুর প্রথম মিনিটেই ডিফেন্ডারদের ভুলে গোল হজম করে বায়ার্ন। হফেনহেইমের হয়ে গোলটি করেন জার্মান স্ট্রাইকার কেভিন ভোল্যান্ড। প্রথমার্ধের চার মিনিট আগে থমাস মুলারের গোলে সমতায় ফেরে ২৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচেই রোবেন-আলোনসোদের দাপটে ডিফেন্স সামলাতেই হিমশিম খায় স্বাগতিকরা। ম্যাচের ৭৩ শতাংশ বল দখলে রাখে বায়ার্ন। আর আক্রমণের কথা তো বলারই অপেক্ষা রাখে না।

শনিবার (২৯ আগস্ট) পরবর্তী ম্যাচে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।