ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে টেনিসের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।



সেমিফাইনালে ইংলিশ টেনিস তারকা অ্যান্ডি মারেকে সরাসরি সেট ৬-৪, ৭-৬ গেমে পরাজিত করেন রজার ফেদেরার। সুইস কিংবদন্তির সামনে এবার সপ্তম সিনসিনাটি ট্রফি জয়ের হাতছানি। ২০১৩ অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে ফেদেরারের বিপক্ষে জয়ের মুখ দেখেননি মারে।

অপর সেমিতে ৠাংকিংয়ের শীর্ষে থাকা জোকোভিচের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েন ইউক্রেনের আলেক্সান্ডার ডল্গোপোলভ। প্রথম সেটেই জোকোভিচকে হারিয়ে চমক উপহার দেন আলেক্সান্ডার। পরের সেটে ৭-৬ গেমের কষ্টার্জিত জয়ে ম্যাচে ফেরেন সার্বিয়ান টেনিস তারকা।

তৃতীয় সেটে ৬-২ গেমের দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান ও উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ। শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফেদেরার বাধা পেরোতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।