ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নেইমার-ম্যানইউ গুজবে বিরক্ত এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
নেইমার-ম্যানইউ গুজবে বিরক্ত এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার। এমন গুঞ্জনকে উড়িয়ে দিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর নেইমারের কোচ লুইস এনরিক।

এ ধরনের খবরে বেশ বিরক্তই হয়েছেন কাতালানদের কোচ।

এর  আগে বার্সার পেদ্রো রদ্রিগেজকে দলে ভেড়াতে ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে উঠেপড়ে লাগে লুইস ফন গালের ম্যানইউ। তবে, হোসে মরিনহোর ব্লুজরাই পেদ্রোকে দলে ভেড়ায়। তাই হয়তো বাতাসে উড়ো খবর ছড়িয়ে পড়ে নেইমারকে নিয়ে। ইংলিশ সংবাদমাধ্যমগুলো এ খবরের বেশ কিছু ডালপালাও ছড়িয়ে দেয়।

এটাকে স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দেন নেইমারের প্রতিনিধি ওয়াগনার রিবেইরো। তিনি জানান, এরকম কিছুই ঘটছে না। বার্সার সঙ্গে নেইমারের আরও তিন বছরের চুক্তি আছে। ব্রিটিশ সংবাদপত্রগুলো অনেক বেশি অনুমাননির্ভর। বার্সা নেইমারকে বিক্রি করার কথা বলেনি আর নেইমারও এখানে ভালো আছে।

এদিকে বার্সা কোচ এনরিককে নেইমারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বেশ বিরক্তবোধ করেন। জানান, আমি নেইমার আর অন্য একটি দলের কথা শুনেছি। তবে, এ ধরনের গুজবে আমার কোনো আগ্রহ নেই। আমি এরকম কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না।

এনরিক আরও যোগ করে বলেন, আমি এ ধরনের গুজবকে প্রাধান্য দেইনা। দলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সায় নাম লেখান নেইমার। ২০১৮ সাল পর্যন্ত কাতালানদের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।