ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রিয়ালের পারফরম্যান্সে অসন্তুষ্ট রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
রিয়ালের পারফরম্যান্সে অসন্তুষ্ট রামোস ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই ব্যর্থ রিয়াল মাদ্রিদ। যেন গত মৌসুমের পুনরাবৃত্তি ঘটাচ্ছে দলটি।

মৌসুমের শুরুর ম্যাচে দুর্বল স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশুন্য ড্র করেছে প্রাক মৌসুমে দারুণ খেলা দলটি। আর এতেই অসন্তুষ্ট দলের সেরা ডিফেন্ডার সার্জিও রামোস।

স্প্যানিশ জাতীয় দলের হয়ে খেলা এ তারকা জানিয়েছেন, রিয়ালের মান অনুযায়ী জয় ছাড়া অন্য কিছুই তাদের কাম্য নয়।

এদিকে এ ম্যাচটি ছিল নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে রিয়ালের প্রথম কোন অফিসিয়াল ম্যাচ। আর এ খেলায় ২৭টি শট নিয়ে প্রতিপক্ষ জালের ঠিকানা পায়নি লা গ্যালাকটিকোরা।

আর এ ম্যাচের কোনো দিক দিয়েই নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি রিয়াল। তাই দল নিয়ে বিরক্ত রামোস জানালেন, তাদের দ্বিতীয়ার্ধে আরো ভালো খেলা উচিৎ ছিল।

রামোস বলেন, ‘এ ম্যাচে আমাদের অনেক ভুল হয়েছে। এটা পরিষ্কার যে, প্রথমার্ধ আমরা বাজে খেলেছি। তবে খেলার দ্বিতীয়ার্ধে আমাদের অনেক সুযোগ এসেছিল। ’

অভিজ্ঞ এ ডিফেন্ডার আরো বলেন, ‘আমরা একটু ভালো খেললেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতাম। তবে জয়ের বিকল্প অন্য কিছুই ভালো না। ’

এদিকে কোচ বেনিতেজের সুরও একই রকম। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচে ফিরে আসতে পারতাম। তবে আত্মবিশ্বাসে ঘাটতির কারণে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে আমাদের। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।