ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

আর্সেনাল-লিভারপুল ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আর্সেনাল-লিভারপুল ম্যাচ ড্র ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে কোনো দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। আর্সেনাল ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

পুরো ম্যাচজুড়েই আক্রামণ পাল্টা আক্রমণে দুদলই ছিল প্রায় সমানে সমান। কিন্তু, কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

এ ম্যাচে লিভারপুলের নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা ইনজুরির কারণে খেলতে পারেননি। এরই সুবাদে এ মৌসুমে অ্যানফিল্ডে পাড়ি জমানো ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরেমিনো প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান।

এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিক আর্সেনাল। এ মাঠে সর্বশেষ ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় লিভারপুল। তাই অল রেডসদের জন্য ম্যাচটি ছিল বেশ চ্যালেঞ্জিং। খেলা শুরুর তিন মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোর শট ক্রসবারে না লাগলে এগিয়ে যেতে পারত ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

অন্যদিকে, আর্সেনালের হয়ে ওয়েলস মিডফিল্ডার অ্যারন রামসির একটি গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়। গানারদের হয়ে অসাধারণ দুটি সেভ করেন সাবেক চেলসি গোলরক্ষক পিটার চেক। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই দুদল ‍মাঠ ছাড়ে।

নিজেদের পরবর্তী ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। অপরদিকে, আরেকটি হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবেন কুতিনহো-ফিরমিনোরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ আগস্ট (সন্ধ্যা পৌনে ৬টা)  ও ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায়।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।