ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ফুটবলে কোনো দুর্নীতি নেই: ব্ল্যাটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ফুটবলে কোনো দুর্নীতি নেই: ব্ল্যাটার ছবি: সংগৃহীত

ঢাকা: ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে, গত মে মাসে ফিফা’র বেশ কয়েকজন কর্মকর্তা দুর্নীতির দায়ে গ্রেফতার হলে তা আরো জোড়ালো হয়।

তবে এটি মানতে নারাজ ফিফা প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানো সেপ ব্ল্যাটার।

ব্ল্যাটারের মতে, তিনি এবং ফিফা দুর্নীতিগ্রস্ত নয়। বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটি মোটেও সত্য নয়। ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত হতে পারেন। তবে ফুটবলে দুর্নীতি থাকার প্রশ্নই আসে না। সম্পূর্ণ  উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ এ বিতর্কটি সৃষ্টি করেছে। ’

তিনি আরও উল্লেখ করেন, ‘কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে তার দায়দায়িত্ব ফিফা নেবে না। আমি বুঝতে পারছি না, বিশ্ব মিডিয়া এর জন্য ফিফাকে কেন দুষছে। ’

পঞ্চম মেয়াদে ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় (০২ জুন) পদত্যাগ করেন ব্ল্যাটার। তার কারণটিও ব্যাখা করেছেন। ‘আমি ফিফাকে রক্ষার জন্যই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ায়। দায়িত্ব পালনকালে কোনো ধরণের  অনিয়মের সংস্পর্শে যায়নি। সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করেছি। তাই দুর্নীতির বিষয়ে মোটেও উদ্বিগ্ন নই। ’

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।