ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

একমাস মাঠের বাইরে আলভেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
একমাস মাঠের বাইরে আলভেজ! ছবি: সংগৃহীত

ঢাকা: ডান পায়ের ইনজুরির কারণে আগামী একমাস মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেজকে। রোববার (২৩ আগস্ট) বার্সেলোনার হয়ে খেলতে নেমে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে টান পড়ে তারকা এ ডিফেন্ডারের।

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে বার্সা ১-০ গোলে জয় পেয়েছিল।

আলভেজের ইনজুরির ব্যাপারে বার্সার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দানি আলভেজকে পরীক্ষা করা হয়েছে। আর এ ব্যাপারে নিশ্চিত যে, তার ডানপায়ে গুরুতর আঘাত রয়েছে। ’

তবে কাতালান ক্লাবটি পরিষ্কার করে বলেনি যে ঠিক কতদিন ৩২ বছর বয়সী এ ডিফেন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, তার সেরে উঠতে বেশ সময় লাগবে। আর এ সময় তিনি দলের হয়ে মালাগা, লেভান্তে ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না।

এদিকে ক্লাবের বিবৃতিতে আরো জানানো হয় দলের স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটসও হালকা ইনজুরিতে ভুগছেন।

এদিকে, কোস্টারিকা আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। ২৪ সদস্যের দলে ডাক পেয়েছেন দানি আলভেজও। তবে, যদি একমাসের জন্য ছিটকে পড়েন তাহলে, দেশের জার্সি গায়ে মাঠে নাও নামা হতে পারে আলভেজের। ৫ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নিউ জার্সির সে ম্যাচের পর ৯ সেপ্টেম্বর ফক্সবোরতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দুঙ্গার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।