ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রোনালদোকে ছাড়িয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
রোনালদোকে ছাড়িয়ে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেছেন লিওনেল মেসি। তবে, গোলসংখ্যা দিয়ে নয়।

স্পেনের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক সংবাদ মাধ্যম মার্কা’র একটি জরিপে দেখা যাচ্ছে, লা লিগার ২০১৫-১৬ মৌসুমটিও হবে মেসিময়।

মার্কা তাদের ওয়েবসাইটে লা লিগার চলতি মৌসুমের সম্ভাব্য তারকা বাছাইয়ের লক্ষ্যে ভোটাভুটির আয়োজন করে। প্রায় ১৪ হাজার সমর্থক এতে অংশ নেন। এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় কে হবেন তা নির্ণয়ের জন্যই এটি করা হয়।

দুই ক্যাটাগরিতেই গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি অ্যাওয়ার্ড জয়ী রোনালদোকে টপকে যান মেসি। ৪৬ ভাগ সমর্থকের মতে, এ মৌসুম শেষে মেসির হাতে সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কার উঠবে। বার্সেলোনার আর্জেন্টাইন আইকনের চেয়ে সাত শতাংশ ভোটে পিছিয়ে রোনালদো। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

অন্যদিকে, ২০১৫/১৬ মৌসুমের সেরা খেলোয়াড়ের তকমাটাও পেয়ে গেছেন মেসি। এই ক্যাটাগরিতে তিনি রোনালদোর চেয়ে অনেক এগিয়ে। মেসি যেখানে পেয়েছেন ৬১ শতাংশ ভোট, সেখানে রোনালদোর কপালে জুটেছে মাত্র ২৩ শতাংশ ভোট। এ দু’জনের পরেই রয়েছেন অ্যাতলেতিকো ‍মাদ্রিদের ফেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যান।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।