ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নাইকির বিজ্ঞাপনে একঝাঁক টেনিস তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
নাইকির বিজ্ঞাপনে একঝাঁক টেনিস তারকা ছবি: সংগৃহীত

ঢাকা: বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকির বিজ্ঞাপন চিত্রে হাজির হলেন সাবেক আর বর্তমান মিলিয়ে একঝাঁক টেনিস তারকা। সোমবার (২৪ আগস্ট) ইউএস ওপেনকে সামনে রেখে নিউইয়র্কের রাস্তায় নাইকির এই বিজ্ঞাপনে ছিলেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামসের মত বড় তারকারা।



এছাড়া সাবেক কিংবদন্তি টেনিস তারকাদের মধ্যে ছিলেন পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসি ও জন ম্যাকএনরোর। আর তাদের সঙ্গে একই কাতারে ছিলেন তরুণ ইউগিনি বুচার্ড, ম্যাডিনসন কিস ও নিক কারগিওস।

বিজ্ঞাপন চিত্রের এই সেটে আরো উপস্থিত ছিলেন শারাপোভার সাবেক প্রেমিক গ্রিগোর দিমিত্রোভ। পরে রাশিয়ান এ সুন্দরী তার টুইটার অ্যাকাউন্টে বিজ্ঞাপনের ছবিটি দিয়ে লিখেছেন, ‘সততার সঙ্গে চলো, শুধুমাত্র নাইকিই এমন কাজ করতে পারে। ’

বিজ্ঞাপনে থাকা ১১ জন তারকার বর্তমান বার্ষিক আয় ১.১ বিলিয়ন মার্কিন ডলার। বিজ্ঞাপনে তারা হলুদ রংয়ের একটি ট্যাক্সিকে ঘিরে ছিলেন। এরকম একটি বিজ্ঞাপন নাইকি ৯০’র দশকেও তৈরি করেছিল।

৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের ইউএস ওপেন। বিজ্ঞাপনের প্রত্যেক তারকাই এবারের শিরোপা জিততে প্রত্যাশী। এ আসরে ম্যাকএনরোর আম্পায়ারের দায়িত্বে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।