ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ

ঢাকা: সর্বশেষ ফিফা ৠাংকিংয়ে বাংলাদেশের অবস্থান একধাপ পিছিয়ে ১৭০তম। দুইধাপ পিছিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৬১তম স্থানে।

আর কোনো পরিবর্তন নেই ১৬৮ নম্বরে থাকা মালয়েশিয়ার। প্রতিপক্ষ দুই দলই লাল-সবুজদের থেকে এগিয়ে থাকলেও তাতে মোটেই ভীত নয় বাংলাদেশ।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। তবে, তার আগেই বাছাই পর্বের প্রস্তুতির জন্য লাল-সবুজের জার্সিধারীদের মাঠে নামতে হবে মালয়েশিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে পার্থে বাংলাদেশের ম্যাচটি ৩ সেপ্টেম্বর। আর ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে বাছাই পর্বের প্রস্তুতির জন্য ম্যাচ খেলবে মামুনুল বাহিনী।

শক্তির দিক দিয়ে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সমীহ করলেও তাদের ভয় পাচ্ছে না বাংলাদেশ, এমনটি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে এই দুই ম্যাচ নিয়ে কথা বলেন বাংলাদেশ দলপতি মামুনুল। এ সময় তিনি বলেন, আমাদের জন্য অস্ট্রেলিয়ার ম্যাচটি অনেক বড় একটি ম্যাচ। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলার পূর্ব অভিজ্ঞতা নেই আমাদের। তাদের বিপক্ষে আবার কবে খেলতে পারব, সেটা আমাদের জানা নেই। আমরা নিজেদের সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আমরা তাদের শক্তিতে মোটেই ভীত নই।

মামুনুল আরও যোগ করেন, আমরা কিরগিজস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের ভিডিও দেখেছি। তাদের বিপক্ষে খেরার জন্য নিজেদের মধ্যে পরিকল্পনা করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কৌশলে খেলব, একই কৌশলে আমরা মালয়েশিয়ার বিপক্ষেও খেলব। আর যদি মালয়েশিয়াকে এই কৌশলে হারাতে পারি, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। তাই, মালয়েশিয়ার বিপক্ষেও ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে। মাঝে যে যাত্রা বিরতি থাকবে সেই বিরতিকালে মালয়েশিয়ায় ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রথম দুটি হোম ম্যাচের একটিতে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারলেও অপরটিতে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। অপরদিকে, অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের খেলায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আরও রয়েছে কিরগিজস্তান, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া ও জর্ডান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।