ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগে স্পেনের পাঁচ ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
চ্যাম্পিয়নস লিগে স্পেনের পাঁচ ক্লাব

ঢাকা: ইউরোপের প্রথম কোন দেশ হিসেবে স্পেনের পাঁচটি ক্লাব চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করলো। আসরের প্লে অফ ম্যাচে দুই লেগ মিলিয়ে ভ্যালেন্সিয়া ৪-৩ অ্যাগ্রিগেটে মোনাকোকে হারালে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা পায়।



ইউরোপ সেরার এ আসরে ২০০০ ও ২০০১ সালে ফাইনাল খেলা ভ্যালেন্সিয়া স্পেনের পঞ্চম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে উঠলো। এর ‍আগে লিগের সেরা তিন দল হিসেবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে।

আর বছরের শুরুতে ইউরোপা লিগের ফাইনালে শিরোপা জিতে সেভিয়াও মর্যাদাপূর্ণ এ আসরে খেলার সুযোগ পায়।

ভ্যালেন্সিয়া নিজেদের দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ ব্যবধানে হারে। তবে প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়ায় দুই লেগে মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে জয় পায়। দ্বিতীয় লেগে স্প্যানিশদের হয় একমাত্র গোলটি করেন আলভেরো নেগ্রেদো।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।