ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

২০০ মিটারেও গ্যাটলিনের মুখোমুখি বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
২০০ মিটারেও গ্যাটলিনের মুখোমুখি বোল্ট ছবি: সংগৃহীত

ঢাকা: ১০০ মিটারের পর এবার ২০০ মিটার দৌড়ের ফাইনালেও জাস্টিন গ্যাটলিনের মুখোমুখি হতে যাচ্ছেন উসাইন বোল্ট। বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে বৃহস্পিতিবার (২৭ আগস্ট) ফাইনাল মঞ্চে দৌড়াবেন এ তারকারা।



জ্যামাইকান তারকা বোল্টের পছন্দের এ ইভেন্টে তিনি ২০০৮ বেইজিং অলিম্পিকের পর কখনোই হারেন নি। সেমিফাইনালের দৌড়ে বোল্ট অবশ্য খুব হেলেধুলেই শেষ করেছেন। এবার তিনি সময় নিয়েছেন ১৯.৯৫ সেকেন্ড।
তার মতে তিনি ফাইনালের জন্য দম বাঁচিয়ে রেখেছেন।

পরে বিশ্ব রেকর্ডধারী বোল্ট বলেন, ‘এই রাউন্ডে আমি যতটুকু সম্ভব ধীরে দৌড়াতে চেয়েছি। আমি এখন ঠিক আছি। আমি সেমিফাইনালে নিজের ৯০ শতাংশ দিয়েছি। ’

এর আগে ১০০ মিটারের ফাইনালে যুক্তরাষ্ট্রের গ্যাটলিনকে পেছনে ফেলেই স্বর্ণ জিতেছিলেন বোল্ট। এদিকে গ্যাটলিন অবশ্য সেমিফাইনালের অন্য দৌড়ে ১৯.৮৭ সেকেন্ডে শেষ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।