ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ব্রিজ টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ব্রিজ টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ব্রিজ টুর্নামেন্টের শুরুর দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। বাছাইপর্বে সুইস পদ্ধতিতে ৫ রাউন্ডের খেলা শেষে সবার নিচে বাংলাদেশ।



যদিও ইন্দোনেশিয়ার স্থানীয় দলের সঙ্গে টানা ৩ ম্যাচ হারের পর, শেষ দুই ম্যাচে জয়লাভ করে মুশফিকুর রহমান মোহনের নেতৃত্বাধীন জাতীয় দল।

২৭.০৩ পয়েন্ট নিয়ে ২৬ দলের মধ্যে সবার নিচে অবস্থান বাংলাদেশের। ৭৩.৩১ পয়েন্ট নিয়ে প্রথম দিন শেষে শীর্ষে বুলগেরিয়া। বাছাইপর্বের আরও বাকী ৫ রাউন্ডের খেলা।

৬ষ্ঠ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন। বাছাইপর্ব থেকে নকআউট পর্বে উন্নীত হবে ৮ দল। এরপর নকআউট পর্বের খেলা শেষে ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। দু’জন করে দুই দলে ভাগ হয়ে খেলছে ১১টি দেশের ২৬টি দল।

বাংলাদেশ দল: মুশফিকুর রহমান মোহন (অধিনায়ক), মোহাম্মদ আসাদুজ্জামান, সাখাওয়াত হোসেন, মাহমুদুল কিরণ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।