ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

এবার ব্যালন ডি’অরের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এবার ব্যালন ডি’অরের অপেক্ষা

ঢাকা: উয়েফা বর্ষসেরা হয়ে ফিফা ব্যালন ডি’অর জেতার পথে অনেকটাই এগিয়ে গেলেন মেসি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থ হলেও বার্সেলোনার হয়ে অসাধারণ একটি মৌসুম পার করেন চারবারের বিশ্বসেরা এ ফুটবলার।

পঞ্চমবারের মতো বর্ষসেরার মুকুটটি যে মেসির হাতেই উঠবে তাই আগাম জানিয়ে দিলেন বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।

আগামী বছরের শুরুতে ২০১৫ সালের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’অর ট্রফি দেওয়া হবে। ফিফার সদস্যভুক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও বিশ্বব্যাপী ফিফা স্বীকৃত সাংবাদিকদের ভোটের ভিত্তিতে বিজয়ীর নাম চূড়ান্ত হয়।

এর আগে ২০০৯ সাল থেকে টানা চারবার মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড জেতেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার বর্ষসেরার খেতাব পান রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত দুবারই তিনি মেসিকে পেছনে ফেলেন। এবার কী তাহলে মেসির প্রতিশোধের পালা!

এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। প্রতিটি ম্যাচেই সে নিজেকে উজাড় করে দেয়। তার আত্মবিশ্বাস অবিশ্বাস্য। এ কারণেই সে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। উয়েফা বর্ষসেরার পর এবার তার ব্যালন ডি’অর জেতা উচিৎ। বিশ্বসেরা হওয়ায় সব পুরস্কার যে তার হাতেই উঠবে এটাই তো স্বাভাবিক। ’

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।