ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আহ্বান ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৪তম জাতীয় সাব-জুনিয়র (অনুর্ধ্ব-১৬ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হচ্ছে শনিবার (২৯ আগস্ট) থেকে।

এদিন শনিবার বিকেল ৩টা থেকে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলার আয়োজন করা হয়েছে।

১৬ বছরের কম বয়সী ছেলে ও মেয়েরা এ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণে আগ্রহীদের শনিবার বেলা ১টার মধ্যে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি ও বয়সের প্রত্যয়নপত্রসহ খেলার কক্ষে নাম জমা দিতে পারবেন। এ চ্যাম্পিয়নশিপের খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের শনিবার দুপুর আড়াইটার মধ্যে উপস্থিত থাকতে বাংলাদেশ দাবা ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।