ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

প্রথমার্ধ শেষে গোলশূন্য বাংলাদেশ-মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
প্রথমার্ধ শেষে গোলশূন্য বাংলাদেশ-মালয়েশিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে গোলশূন্য রয়েছে ম্যাচটি।



সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৭০তম, আর মালয়েশিয়ার অবস্থান ১৬৮তম। ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শনিবার সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

ম্যাচের ১৯তম মিনিটে গোলের সম্ভাবনা জাগিয়ে তোলে মালয়েশিয়া। বাংলাদেশের ডি-বক্সের ডানপাশ দিয়ে আক্রমণ চালায় স্বাগিতকরা। লাল-সবুজদের ডিফেন্সে চিড় ধরিয়ে গোলবারে শটও নেন শফিক। তবে, বাংলাদেশের গোলরক্ষকের দারুণ দক্ষতায় এ যাত্রায় রক্ষা পায় অতিথিরা। গোলরক্ষকের হাঁটুতে লেগে বল বাইরে চলে যায়।

খেলার ২৭ মিনিটে জামাল ভূঁইয়া একক প্রচেষ্টায় মালয়েশিয়ার ডি-বক্সে প্রবেশ করে। তবে ডেনমার্ক প্রবাসী জামাল পুরোপুরি বল নিয়ন্ত্রণে নেওয়ার আগেই তা নিজের গ্লাভসবন্দি করেন স্বাগতিক গোলরক্ষক।

৩২ মিনিটের মাথায় বাংলাদেশের সীমানায় ফ্রি-কিক লাভ করে স্বাগতিকরা। তবে, অতিথিদের শক্ত দেওয়াল ভেদ করে কোনো গোল আদায় করে নিতে পারেনি মালয়েশিয়া। দুই মিনিট পর ফিরতি আক্রমণে যায় বাংলাদেশ। হেমন্ত ভিনসেন্ট বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করলেও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ফলে, এবারো কোনো গোল আদায় করতে পারেনি লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

৩৬ মিনিটের মাথায় আবারো মালয়েশিয়া বাংলাদেশের সীমানায় ফ্রি-কিক লাভ করে। ফারহানের সরাসরি জোরালো শট অসাধারণ ভাবে ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।

প্রথমার্ধের বাকী সময়ে কোনো গোল না হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

আগামী ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নেবে মামুনুল ইসলামের দল। তার আগেই লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। প্রস্তুতি ম্যাচ হলেও ফিফা আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিতে প্রস্তুত বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ-মালয়েশিয়া ৮টি ম্যাচে মুখোমুখি হয়। জয়ের পাল্লা অবশ্য হেলে রয়েছে মালয় বাহিনীর দিকে। তাদের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ১টি ম্যাচে। বাকী ম্যাচটি ড্র হয়।

ম্যাচ শেষে আগামী ৩০ আগষ্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মামুনুলরা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর

** ‘পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলবে বাংলাদেশ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।