ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ম্যানসিটির টানা চার জয়

স্পোর্ট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ম্যানসিটির টানা চার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির জয়ের ধারা অব্যাহত। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই শতভাগ জয়।

শনিবার (২৯ আগস্ট) রাতের ম্যাচে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো সুসংহত করলো ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় ইংলিশ তারকা স্ট্রাইকার রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। লিভারপুল ছেড়ে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর এটিই স্টার্লিংয়ের প্রথম গোল।

লিড নেওয়ার ৯ মিনিট পরই স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহো। এরপর ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ মিস করেন আগুয়েরো-ইয়াইয়া তোরে-সামির নাসরিরা।

অপরদিকে, ম্যাচে ফেরা তো দূরে থাক গোলমুখ লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি ওয়াটফোর্ড। নির্ধারিত সময় শেষে কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

নিজেদের পরবর্তী ম্যাচে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানসিটি। খেলা শুরু হবে শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।