ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় হুইপ ও নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী।



উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো‍. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলিপ কুমার বনিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি এমপি শওকত চৌধুরী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান জানান, টুর্নামেন্টে বালক গ্রুপে মুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।