ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ফারাহ’র আরেকটি ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ফারাহ’র আরেকটি ইতিহাস ছবি: সংগৃহীত

ঢাকা: বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন মো ফারাহ। ব্রিটিশ এ আশ্চর্য মানব বার্ডস নেস্টে ইতিহাস গড়তে আরেকবার স্বর্ণ জিতেছেন।

বিশ্ব অ্যাথলেটসে প্রথম অ্যাথলেট হিসেবে অনন্য এক কৃতীত্বের মালিক হয়েছেন ফারাহ।

প্রথম কোনো অ্যাথলেট হিসেবে টানা তিন আসরে ৫ হাজার ও ১০ হাজার মিটারের ইভেন্টে স্বর্ণ জিতেছেন ফারাহ।

বার্ডস নেস্টে কেনিয়ার কালেব নিদিকুকে টপকে স্বর্ণ জিতেছেন ব্রিটেনের এ তারকা অ্যাথলেট। ৫ হাজার মিটারের ফাইনালে ফারাহ সময় নেন ১৩ মিনিট ৫০.৩৮ সেকেন্ড। নিদিকু সময় নেন ১৩ মিনিট ৫১.৭৫ সেকেন্ড।

কিছুদিন আগেই ফারাহ ১০ হাজার মিটারের ইভেন্টে স্বর্ণ জিতেছেন। ২৭ মিনিট ১.১৩ সেকেন্ড সময় নিয়ে তিনি স্বর্ণ জিতেছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।