ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুনার্মেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুনার্মেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৫। ’ চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।



এ টুর্নামেন্টে রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় মালুমঘাট ক্রীড়া সংস্থা ৩-২ গোলে ফুটবল ক্লাব মহেশখালীকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে শতদল ক্লাব ৬-০ গোলে ন্যাশনাল কক্স ক্রীড়াকে পরাজিত করে।

এবারের আসরে কক্সবাজার জেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করছে। দলগুলো হল- আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাব।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।