ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত সোয়ানসির বিপক্ষে হারল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
অপরাজিত সোয়ানসির বিপক্ষে হারল ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে এসে পয়েন্ট খোয়ালো জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। অপেক্ষাকৃত দুর্বল দল সোয়ানসি সিটির বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরেছে লুইস ফন গালের শিষ্যরা।

আর চার ম্যাচের কোনোটিতে না হারা সোয়ানসির হয়ে একের পর এক চমক দেখাচ্ছেন আইয়ু আর গোমিস।

সোয়ানসি সিটির ঘরের মাঠ লিবার্টি স্টেডিয়ামে আতিথ্য নেয় ম্যানইউ। তারকা ফুটবলারদের মধ্যে প্রথম একাদশে মাঠে নামেন সার্জিও রোমেরো, স্মলিং, ব্লাইন্ড, লুক শ, স্নেইডারলিন, শোয়াইন্সটাইগার, হুয়ান মাতা, আন্দ্রের হেরেরা, ডিপাই আর ওয়েইন রুনি। আর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন অ্যাশলে ইয়ং, মাইকেল ক্যারিক আর ফেল্লাইনি।

তারকায় ভরপুর হয়ে ৪-২-৩-১ ফরমেশনে খেলেও প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি ম্যানইউ। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৮ মিনিটে লিড নেয় ফন গালের শিষ্যরা। লুক শ’র অ্যাসিস্ট থেকে গোল করেন মাতা।

লিড নিয়েও সোয়ানসি সিটিকে চেপে ধরে খেলা চালিয়ে যায় অতিথিরা। কিছুটা উপরে উঠে খেলতে থাকা ম্যানইউকে এর চড়া মাশুল গুনতে হয়। ম্যাচের ৬১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। সিগার্ডসনের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখান আন্দ্রে আইয়ু। ম্যানইউয়ের আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোকে ফাঁকি দিয়ে হেড থেকে গোল করেন আইয়ু।

খেলার ৬৬ মিনিটের মাথায় ফরাসি তারকা বাফেতিম্বি গোমিসের গোলে লিড নেয় সোয়ানসি সিটি। স্বাগতিকদের হয়ে নতুন মৌসুমের চার ম্যাচের চারটিতেই গোল করলেন ফ্রেঞ্চ এ তারকা। আইয়ুর অ্যাসিস্ট থেকে এ গোলের ফলে ২-১ এ এগিয়ে যায় সোয়ানসি সিটি। ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সোয়ানসি।

এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সোয়ানসি সিটি ২-২ গোলে রুখে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিকে। সে ম্যাচেও গোল করেন আইয়ু আর গোমিস। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে স্কোর করেন তারা দু’জনই। আর গত ম্যাচে সান্দারল্যান্ডের মাঠে গিয়ে ১-১ এ ড্র করার ম্যাচে গোল করেন গোমিস। নিজেদের চতুর্থ ম্যাচেও অপরাজিত সোয়ানসি সিটির হয়ে গোল করলেন প্রথম দুই ম্যাচের আইয়ু আর গোমিস।

চার ম্যাচের দুটিতে জয়, একটিতে হার আর একটি ম্যাচে ড্র করা ম্যানইউয়ের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৭। অপরদিকে চার ম্যাচের দুটিতে জয় আর সমান ড্র’য়ে সোয়ানসির পয়েন্ট ৮।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।