ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

অভিষেকে উজ্জ্বল ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
অভিষেকে উজ্জ্বল ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচের বিরতির পর ফ্রেঞ্চ লিগে অ্যাঙ্গেল ডি মারিয়ার অভিষেক হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ফর্মহীন থাকলেও ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে প্রথম ম্যাচেই সমর্থকদের মুগ্ধ করেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

মোনাকোর বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

মোনাকোর মাঠে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফ্রেঞ্চ মিডফিল্ডার ব্লেইস মাতুইদির পাস থেকে পিএসজিকে লিড এনে দেন এডিনসন কাভানি। ৯ মিনিট পর ব্রাজিলিয়ান তারকা লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া।

পিএসজির হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়ান ডি মারিয়া। যেন নিজেকে স্বরুপে ফিরে পেয়েছেন। ৮৩ মিনিটে আর্জেন্টাইন তারকার নিখুঁত পাস থেকে স্বদেশী এজেকুয়েল লাভেজ্জি দলের হয়ে তৃতীয় গোল করেন।

এর আগে ৭৩ মিনিটের মাথায় জ্লাতান ইব্রাহিমোভিচের বাড়ানো বলে জোড়া গোল পূরণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। অন্যদিকে, ম্যাচে ফেরার জন্য উল্লেখযোগ্য কোনো সুযোগই পায়নি স্বাগতিকরা। মাত্র ২৯ শতাংশ বল দখলে নেয় মোনাকো।

এ নিয়ে নতুন মৌসুমে টানা চার ম্যাচেই জয় পেল পিএসজি। পয়েন্ট টেবিলেও শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সমানসংখ্যক ম্যাচে এক জয়, দুই  ড্র ও এক পরাজয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে মোনাকো।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।