ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সেভিয়াকে উড়িয়ে দিল ‍অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
সেভিয়াকে উড়িয়ে দিল ‍অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ব করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেও বড় ব্যবধানে হারের স্বাদ নেয় সেভিয়া।

এ নিয়ে লা লিগার নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচেই জয় পেল কোকে-তোরেস-গ্রিজম্যানরা।

ঘরের মাঠে খেলার শুরু থেকেই প্রতিপক্ষের ডিফেন্স ব্যস্ত রাখে সেভিয়া। কিন্তু, ৩৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কোকের গোলে  লিড নেয় অ্যাতলেতিকো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠেন বানেগা-লরেন্তেরা। অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণে দুদলই ছিল প্রায় সমানে সমান। কিন্তু, গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলে সেভিয়া। ৭৮ মিনিটে মিডফিল্ডার থিয়াগোর পাস থেকে অ্যাতলেতিকোর লিড দ্বিগুন করেন অধিনায়ক গাবি।

গাবির গোলে ম্যাচ থেকেও ছিটকে পড়ে সেভিয়া। ৮৫ মিনিটে ফ্রেঞ্চ তারকা অ্যান্তোনি গ্রিজম্যানের অ্যাসিস্টে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ। নির্ধারিত সময় শেষে দাপুটে জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়েন দিয়েগো সিমিওনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।