ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নেইমারের ভুলেই ব্যর্থ ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
নেইমারের ভুলেই ব্যর্থ ব্রাজিল নেইমার / ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেওয়া হয় নেইমারকে। নতুন দায়িত্ব পেয়ে দলকে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান নেইমার।

বিশ্বকাপ পরবর্তী ম্যাচগুলোতে একের পর এক জয় উপহার দেন ব্রাজিলকে। কোপা আমেরিকার ব্যর্থতাকে নিজের কাঁধে নিয়ে এবার অলিম্পিকে চোখ রেখেছেন বার্সেলোনার এ তারকা স্ট্রাইকার।

জয়ের সেই ধারাবাহিকতা ধরে রেখে কোপা আমেরিকার ৪৪তম আসরে চিলি মিশনে নামে নেইমার বাহিনী। তবে, কোপা আমেরিকার মিশন সফল না হওয়ার কারণ জানাতে গিয়ে এতোদিন পর নেইমার জানালেন, তার নিজের জন্যই ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া করেছে।

চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরে গ্রুপপর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হেরে বসে ব্রাজিল। সে ম্যাচে অধিনায়ক নেইমারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এরফলে, আসরের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি ব্রাজিল দলপতি।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সরাসরি লাল কার্ড দেখেন নেইমার। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় এ ম্যাচে কলম্বিয়ার খেলোয়াড়দের সঙ্গে অকারণে বিবাদে জড়িয়ে লাল কার্ড পান তিনি। এর আগে রেফারির শেষ বাঁশি বাজার পরও তিনি মাঠে ক্ষোভ প্রকাশ করেন এবং বলে লাথি মারলে তা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে আঘাত করে। তারও আগে পেরুর বিপক্ষে ম্যাচে রেফারির দেওয়া ভ্যানিসিং স্প্রে তুলে ফেলায় হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। তাছাড়া কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে আরেকবার হলুদ কার্ড দেখেন তিনি। পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার।

তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে সরাসরি লাল কার্ড দেখায় নেইমারকে আরও তিন ম্যাচসহ মোট চার ম্যাচ নিষিদ্ধ করা হয়। এছাড়া দশ হাজার ডলার জরিমানাও গুনতে হয় তাকে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারের পক্ষে সাউথ আমেরিকান গভর্নিং বডির কাছে আবেদন করার সুযোগ পেলেও তা করেনি। ফলে, চারম্যাচের জন্য নিষিদ্ধ থাকেন তিনি।

এ প্রসঙ্গে মুখ না খুললেও ২৩ বছর বয়সী নেইমার জানান, আমি জানি আমার কারণেই কোপা আমেরিকাতে ব্রাজিলকে ভুগতে হয়েছে। তবে, আমি কোনো হতাশা অনুভব করছি না। কারণ, সত্যিই আমার ভুল ছিল, আমার দোষ ছিল। নিজের ভুল স্বীকার করে নিয়ে বলছি, ভুল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।

আবারো নিজেদের মাটিতে আরেকটি বড় আসরে মাঠে নামবে ব্রাজিল। ২০১৬’র অলিম্পিক গেমসের আসর বসছে রিও ডি জেনিরোতে। এ আসরে নিজের দলকে নিয়ে আশাবাদী নেইমার। তিনি বলেন, ব্রাজিলের সকল সমর্থক জানে আমি অলিম্পিকে খেলতে চাই। আমার ইচ্ছা সকলে আমাকে বুঝতে পারবেন, আমার পাশে থাকবেন। আমাকে স্বাধীনভাবে খেলার জন্য সমর্থন দেবেন।

গত বছর ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হুয়ান সুনিগার মারাত্মক ফাউলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর খেলা হয়নি নেইমারের। নেইমারের শূন্যতা পূরণে ব্যর্থ ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের কছে হারে নেইমার বিহীন স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।