ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রিয়ালে খেলতে চান না কিবালোস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
রিয়ালে খেলতে চান না কিবালোস!

ঢাকা: বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে একটি রিয়াল মাদ্রিদ। নাম, ঐতিহ্য, খ্যাতি সবই আছে এই ক্লাবটির।

তরুণ থেকে শুরু করে বিশ্বের সেরা অভিজ্ঞ ফুটবলাররাও এই ক্লাবে খেলার জন্য মুখিয়ে থাকেন। তবে এ দিক দিয়ে ব্যতিক্রম দানি কিবালোস। তিনি তার বর্তমান ক্লাব রিয়াল বেটিসেই ক্যারিয়ার গড়তে চান।

বিভিন্ন গণমাধ্যম কিবালোসের মাদ্রিদের প্রতি আগ্রহের সংবাদ প্রকাশ করেছিল। তবে স্প্যানিশ এ তরুণ জানিয়েছেন, স্তেদিও বেনিতো ভিয়ামারেনেই থাকতে চান তিনি।

১৯ বছর বয়সী এ ফুটবলার স্পেন অনূর্ধ্ব-১৯ দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন। এছাড়া গত মৌসুমে লা লিগায় বেটিসের হয়েও খেলেছেন দুর্দান্ত।

কিবালোস বলেন, ‘এটি গুঞ্জন ছাড়া আর কিছুই না। আমার চিন্তায় এখন শুধুমাত্র বেটিস। এখানেই আমি থাকতে চাই। ’

তিনি আরো বলেন, ‘এখানের সমর্থকের মন ভরিয়ে আমি অনেক বছর খেলতে চাই। সমর্থকরা আমাকে বিশ্বাস করে। কারণ আমি তাদের হতাশ করিনি। ’

সম্প্রতি বাতাসে উড়ো খবর ছড়ায়, কিবালোসকে কিনতে উন্মুখ হয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে, বেটিসে থেকেই নিজেকে আরও প্রমাণ করতে চান উঠতি এ তারকা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।