ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বার্নাব্যুতে ক্যাসিমিরোর চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বার্নাব্যুতে ক্যাসিমিরোর চুক্তি নবায়ন ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলিয়ান ক্যাসিমিরোর সঙ্গে ছয় বছরের চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ। সোমবার (৩১ আগস্ট) এ ব্যাপারটি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ন্ট ক্লাবটি।



২০১৩ সালে সাও পাওলো থেকে সান্থিয়াগো বার্নাব্যুতে পাড়ি দেন এ ব্রাজিলিয়ান ফুটবলার। তবে গত মৌসুমে তাকে ধারে পর্তুগিজ ক্লাব পোর্তোতে পাঠায় রিয়াল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পোর্তোতে দারুণ পারর্ফম করেন তিনি।

রিয়ালের নতুন কোচ রাফায়েল বেনিতেজ ব্যক্তিগতভাবে ক্যাসিমিরোর ভক্ত বলে জানায় স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। লা লিগার প্রথম ম্যাচে জয় না পাওয়া রিয়ালের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান এ তারকাকে মাঠে নামান বেনিতেজ। গ্যালাকটিকোদের রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে দারুণ ভূমিকা রাখেন ক্যাসিমিরো। যেখানে গ্যারেথ বেলের দ্বিতীয় গোলে অ্যাসিস্টও করেন ২৩ বছরের এ তারকা।

রিয়ালের সঙ্গে আগের চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত মেয়াদ ছিল ক্যাসিমিরোর । তবে মিডফিল্ডে রিয়ালের বিশ্বাস স্থাপন করতে পারায় ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে দলটি।

এ মৌসুমে একটি ছাড়াও ২০১৩ সালে রিয়ালের হয়ে ১৪টি  ম্যাচ খেলেছেন ক্যাসিমিরো। ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।